ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৮ কোটি বছরের পুরনো ডাইনোসরের পায়ের ছাপ মিললো বলিভিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
৮ কোটি বছরের পুরনো ডাইনোসরের পায়ের ছাপ মিললো বলিভিয়ায়

ঢাকা: দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় ডাইনোসরের একটি পায়ের ছাপ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এ পর্যন্ত প্রাগৈতিহাসিক এই প্রাণীগুলোর যে কয়টি পায়ের ছাপ পাওয়া গেছে তাদের মধ্যে ১.২ মিটার দৈর্ঘে্যর এই ছাপটি অন্যতম বৃহৎ বলে জানা গেছে।

চলতি মাসের প্রথমার্ধে বলিভিয়ার মধ্যাঞ্চলীয় সুক্রে নগরী থেকে ৪০ মাইল দূরে এই পায়ের ছাপটি প্রথম নজরে আসে একজন ট্যুরিস্ট গাইডের।

বিজ্ঞানীদের ধারণা, আজ থেকে ৮ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করা বিশালকায় মাংসাশী ডাইনোসর অ্যাবেলিসোরাসেদের পায়ের ছাপ এটি।

দ্বিপদী এই হিংস্র ডাইনোসরটি এক সময় দক্ষিণ আমেরিকা জুড়ে বিচরণ করতো বলে জানিয়েছেন আর্জেন্টিনার ফসিল ও জীবাশ্মবিদ সেবাস্টিয়ান অ্যাপেসটেগুয়া।

এর আগেও অ্যাবেলিসোরাসেসদের জীবাশ্ম খুঁহে পাওয়া গেছে বলিভিয়ায়।
   
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।