ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শীর্ষে বিল গেটসই, হেলে গেলেন ‘হেলু’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
শীর্ষে বিল গেটসই, হেলে গেলেন ‘হেলু’ ফোর্বসের শীর্ষ ধনীরা

২০১৭ সালের জন্য বিশ্বের শীর্ষ ধনীদের নামের তালিকা প্রকাশ করেছে মার্কিন ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস। তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষ স্থান দখলে রেখেছেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। 

মঙ্গলবার (২১ মার্চ) প্রকাশিত এ তালিকায় দেখা যায়, একযুগের বেশি সময় শীর্ষ পাঁচে থাকা মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম হেলু’র অবনমন হয়েছে। যার ফলে প্রথমবারের মতো পাঁচে উঠে এসেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

২০১৭ সালের তালিকায় গত বছরের তুলনায় ধনকুবেরের সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ, সংখ্যায় ১,৮১০ থেকে ২,০৪৩ জন (মোট ২৩৩ জন)। যা ফোর্বসের ৩১ বছরের প্রক্রিয়ায় নতুন রেকর্ড। এ বছর শীর্ষ ১০ ধনকুবেরের সম্পদ গত বছরের তুলনায় বেড়েছে ১৮ শতাংশ, এটিও নতুন রেকর্ড।

ফোর্বসের তালিকায় টানা চতুর্থবার শীর্ষ স্থানে থাকা বিল গেটসের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর যা ছিল ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সবচেয়ে সৌভাগ্যবান বোধ হয় ওয়ারেন বাফেট। গত বছর প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ বগলদাবা করে ‘জারা’র প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগাকে ঠেলে দ্বিতীয় স্থান পুর্নদখল করেছেন তিনি।

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজস গত বছর নতুন করে ২৭.৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের মালিক হয়েছেন। ফলে গত বছর মহাবিশ্বের সবচেয়ে ‘সুখী’ এ ব্যক্তিটি সর্বমোট ৭২.৮ বিলিয়ন মার্কিন ডলারের মাধ্যমে ধনকুবেরদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে।

স্প্যানিশ ক্লথিং চেইন ‘জারা’র প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগা রয়েছেন চতুর্থ স্থানে। ৮০ বছর বয়সী এ ধনকুবেরের সম্পদের মূল্য ৭২.২ বিলিয়ন ডলার।

শীর্ষ পাঁচের তালিকায় প্রথমবার উঠে এসেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গত বছর তার সম্পদের মূল্য বেড়েছে ১১.৪ বিলিয়ন ডলার। তিনি পেছনে ফেলেছেন মেক্সিকোর ব্যবসায়ী কার্লোস স্লিমকে।

৫২.২ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মাধ্যমে সপ্তম স্থানে রয়েছেন ওরাকল করপোরেশনের চেয়ারম্যান ল্যারি ইলিসন।

ফোর্বসের প্রকাশিত দুই হাজারের বেশি ধনকুবেরের এবারের তালিকায় নতুন স্থান পেয়েছেন ১৯৫ জন। এছাড়া ৫৬ জন বিলিয়নিয়ার রয়েছেন যাদের বয়স ৪০ এর নিচে, যদিও গত বছর এ সংখ্যা ছিলো ৬৬। তালিকায় ২২৭ জন নারীও স্থান পেয়েছেন।

ধনীদের সংখ্যায় এবারও শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর যেখানে দেশটির বিলিয়নিয়ারের সংখ্যা ছিলো ৫৪০ জন, এবছর তা বেড়ে হয়েছে ৫৬৫ জন। ৩১৯ জন বিলিয়নিয়ার নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। জার্মানিতে এ সংখ্যা ১১৪ জন। আর প্রথমবারের মতো একশ’ জনের বেশি বিলিয়নিয়ার নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত, তাদের ধনকুবেরের সংখ্যা ১০১ জন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।