ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিলিপাইনে রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে ৭ দশমিক ১ ‍মাত্রার ওই ভূমিকম্পের পর শনিবার (২৯ এপ্রিল) সকালে ফিলিপাইনের আগ্নেয়গিরিবিদ্যা ও ভূকম্পনবিদ্যা ইনস্টিটিউট এ সতর্কা জারি করে।

ইনস্টিটিউটের প্রধান রেনাতো সলিডাম বলেন, উপকূলের বাসিন্দাদের সুনামির ঢেউয়ের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত।

এই সতর্কতা জারির পর ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেপ-সাংঘি-সুলুত সংলগ্ন এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছে মানুষ।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাতের ওই ভূমিকম্পের পর বেশ কিছু এলাকায় ভবন ও দেয়াল ধসের খবর মিলেছে। তবে প্রাণহানির খবর তৎক্ষণাৎ মেলেনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭/আপডেট ১৩৩৭ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।