ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজপরিবারের সব কর্মীকে আকস্মিক তলব ব্রিটেনের রানির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
রাজপরিবারের সব কর্মীকে আকস্মিক তলব ব্রিটেনের রানির ব্রিটেনের রানি এলিজাবেথ

ঢাকা: স্বল্প সময়ের নোটিশে জরুরি বৈঠকে রাজপরিবারের সব সিনিয়র কর্মকর্তাকে তলব করেছেন ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়।

তবে নজিরবিহীনভাবে ডাকা এই বৈঠকের কারণ কি সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে সংশ্লিষ্ট সবাইকে। রাজপরিবারের সিনিয়র সদস্যরাও জানেন না তাদের কেন ডাকা হয়েছে।

মুখ খুলছেন রানির সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগীরাও।

ব্রিটেনে থাকা ‍রাজপরিবারের সকল কর্মচারীকে বৃহস্পতিবার ( ৪ মে) লন্ডনে বাকিংহাম প্রাসাদে পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছেন রাজপরিবারের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা লর্ড চেম্বারলিন এবং রানির ডান হাত বলে খ্যাত তার ব্যক্তিগত সচিব ক্রিস্টোফার গিট।

এদিকে আকস্মিক এই বৈঠক তলব এবং এ ব্যাপারে সবাই অন্ধকারে থাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে ব্রিটিশ মিডিয়ায়। সাধারণত রাজপরিবারের ঊর্ধ্বতন কোনো সদস্যের মৃত্যু কিংবা সিংহাসনের উত্তরাধিকার ঘোষণার সময় এ রকম ভাবে বৈঠক তলব করা হয়।

গুজব ছড়িয়ে পড়েছে যে রানির স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর। যদিও প্রিন্স ফিলিপকে বুধবার জনসম্মুখে দেখা গেছে।

সব মিলিয়ে রানির এই বৈঠক তলবকে কেন্দ্র করে চরম নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে ব্রিটেনে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।