তিনি সেখানে এই সঙ্কট নিয়ে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ তুলে কাতারের সঙ্গে সকল কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।
এছাড়া গৃহযুদ্ধে বিভক্ত লিবিয়ার পশ্চিমাপন্থি সরকার এবং ইয়েমেনের সৌদিপন্থি সরকারও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।
এ অবস্থায় কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবাহ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করে শান্ত থাকা ও ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান আল থানি।
তিনি বলেন, কুয়েতের আমির কাতারের আমিরকে ফোন করে এ ব্যাপারে ধৈর্য্য ধরার এবং এমন কোনো পদক্ষেপ না নেয়ার পরামর্শ দিয়েছেন যাতে পরিস্থিতির আরও অবনতি না হয়।
উল্লেখ্য, উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের পদাঙ্ক অনুসরণ করলেও কুয়েত ও ওমান কাতারের সঙ্গে এখনও সম্পর্ক বজায় রেখেছে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
আরআই