স্থানীয় সময় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) মুখপাত্র আন্দ্রেস মাহেসিক এই পর্যবেক্ষণ তুলে ধরেন।
ইউএনএইচসিআরেরই তথ্য মতে, ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সহিংস অভিযান শুরুর পর থেকে ৩ লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
মাহেসিক বলেন, আগে থেকেই শরণার্থী এবং সাম্প্রতিক বন্যায় চাপে থাকা বাংলাদেশে নতুন করে এই রোহিঙ্গাঢল সেখানে ব্যাপক মানবিক চাহিদা তৈরি করেছে। ইউএনএইচসিআরের অপারেশন বিষয়ক সহকারী হাইকমিশনার জর্জ অকোথ-অবো’র নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধিদল পরিদর্শনে গিয়ে দেখেছে, লোকজন বাস্তবিক দুঃখ কষ্টে দিন পার করছে এবং বর্তমান বিশ্বের শরণার্থী সংকটগুলোর মধ্যে সবচেয়ে বড় দুর্দশাও এখানে দেখা গেছে।
ইউএনএইচসিআরের এ মুখপাত্র বলেন, স্থাপিত দু’টি শিবিরে শরণার্থীদের ভিড় উপচে পড়লেও প্রতিদিনই বাইরে থেকে রোহিঙ্গা আসছে। লোকজন এখন পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা খুব কমই পাচ্ছে।
জাতিসংঘের এ সংস্থা পরিস্থিতি মোকাবেলায় এবং শরণার্থীদের সহায়তা কাজ করছে বলেও জানান মাহেসিক। তিনি এই সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখারও আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
এইচএ/