যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক সিএনভিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রচারিত হয়।
আদেল আল-জুবেইর বলেন, ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রগুলোর মধ্যে ইরান এক নম্বর। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। ’
সম্প্রতি সৌদির আকাশে ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইরানের সরবরাহকৃত দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা হুথিদেরও সমর্থন যোগাচ্ছে, লেবাননের শিয়াপন্থি সামরিক সংগঠন হেজবুল্লাহকেও সমর্থন যোগাচ্ছে। এ কারণে লেবাননে রাজনৈতিক অস্থিরতাও (প্রধানমন্ত্রীর পদত্যাগ) তৈরি হয়েছে। ’
তেহরানের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদে মদদের দায়ে এবং জাতিসংঘের ক্ষেপণাস্ত্র বিষয়ক প্রস্তাবনা লঙ্ঘনের দায়ে ইরানের ওপর আমরা বিশ্ব সম্প্রদায়ের নতুন নিষেধাজ্ঞা দেখতে চাই। ’
সাম্প্রতিক উত্তেজনা কঠিন রূপ নিলে ইরানের সঙ্গে সৌদি আরব সরাসরি মুখোমুখি হতে যাবে কি-না, এমন প্রশ্নের উত্তরে আদেল আল-জুবেইর বলেন, ‘আমরা তা চাই না। ’
সম্প্রতি লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরির আকস্মিক বিদায় ঘোষণার পেছনে রিয়াদের ইন্ধন রয়েছে বলে ইরান ও হেজবুল্লাহর অভিযোগের মধ্যে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এলো।
গত সপ্তাহে রিয়াদ থেকে সম্প্রচারিত এক ভাষণে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন সৌদিপন্থি রাজনীতিক বলে পরিচিত সাদ। পদত্যাগের পর তিনি ‘গৃহবন্দি’ রয়েছেন বলে গুজব ছড়িয়েছে, যদিও রিয়াদ এ ধরনের গুজব উড়িয়ে দিয়েছে।
অপরদিকে, হুথিদের ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করে ইরানও বলেছে, সৌদি আরব তাদের অসৎ উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়ে এখন বিদ্বেষপূর্ণ অভিযোগ তুলছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এইচএ/