ফ্রান্সের ইঞ্জিনিয়ারিং জায়ান্ট অলসটম বলছে, জার্মানির একটি রেল কোম্পানি এলএনভিজি’র সঙ্গে ১৪টি জ্বালানি-সেল বিশিষ্ট ট্রেন নিতে তাদের চুক্তি হয়েছে।
ট্রেনটি ডিসেম্বর ২০২১ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।
অলসটম আরও জানায়, এই কোরাডিয়া ইলিন্ট ট্রেন সর্বোচ্চ ১ হাজার কিলোমিটারের মধ্যে চলবে। আর গড় গতি হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
হাইড্রোজেন ইঞ্জিন শুধু জলীয় বাষ্প নির্গত করে, এবং এটা পরিবহন ব্যবস্থার সবচেয়ে পরিচ্ছন্ন বিন্যাস হিসেবে বিবেচিত হয়। ট্রেনটি ডিজেল ইঞ্জিনচালিত ট্রেনের পরিবর্তে চলবে অবিদ্যুতায়িত লাইনে। তবে ভবিষ্যতে বৈদ্যুতিক লাইনে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে দেশটির।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এএ