ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ‘শীতলযুদ্ধ মানসিকতা’র নিন্দায় চীন-রাশিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
যুক্তরাষ্ট্রের ‘শীতলযুদ্ধ মানসিকতা’র নিন্দায় চীন-রাশিয়া আন্ত:মহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র সজ্জিত অত্যাধুনিক মার্কিন সাবমেরিন। ছবি-সংগৃহীত

খুদে পরমাণু বোমার সংযোজনের মাধ্যমে যুক্তরাষ্ট্র এর পরমাণু অস্ত্রভাণ্ডারকে আরও কার্যকর, আরও বৈচিত্র্যময় করবে বলে ঘোষণা দেবার পরপরই চীন ও রাশিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

চীন যুক্তরাষ্ট্রকে শীতল যুদ্ধের সময়কার মনোভাব পরিহার করে দায়িত্বশীলতার পরিচয় দিতে বলেছে। আর রাশিয়াও মার্কিন পরিকল্পনার নিন্দা করে বলেছে, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সেও সমুচিত ব্যবস্থা গ্রহণ করবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, চীন যুক্তরাষ্ট্রকে ‘সেকেলে চিন্তাধারা’ ও ‘শীতলযুদ্ধের মানসিকতা’ পরিহার করতে বলেছে। পেন্টাগন যে মার্কিন পরমাণু অস্ত্র নীতি-পরিকল্পনাটি প্রকাশ করেছে, রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিরোধিতা করেছে।

চীনের বক্তব্য, পরমাণু অস্ত্রকে বহুমুখি করার বদলে যুক্তরাষ্ট্রের উচিত পরমাণু অস্ত্র কর্মসূচি সংকুচিত করে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। আরো বেশি নিরস্ত্রীকরণের দিকে যাওয়া।

রাশিয়ার প্রতিক্রিয়াও চীনের অনুরূপ। রাশিয়া যুক্তরাষ্ট্রের পরমাণু নীতিমালার তীব্র নিন্দা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে ‘যুদ্ধবাজ রাষ্ট্র’ ও ‘যুদ্ধের উস্কানিদাতা রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শনিবার দেওয়া এক বিবৃতিতে নতুন মার্কিন পরমাণু অস্ত্র পরিকল্পনায় গভীর হতাশা ব্যক্ত করে বলেন, প্রথম পাঠেই বুঝে নেওয়া যায় যে, পারমাণবিক পরিকল্পনার এই দলিলটির আগাগোড়া রাশিয়া-বিদ্বেষে ঠাসা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মার্কিনীদের এহেন ভয়ানক যুদ্ধবাজ উদ্যোগের উপযুক্ত ও সমুচিত জবাব দেবে রাশিয়া।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।