ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ. আফ্রিকান প্রেসিডেন্ট জুমার পদত্যাগের দাবি জোরদার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
দ. আফ্রিকান প্রেসিডেন্ট জুমার পদত্যাগের দাবি জোরদার জ্যাকব জুমা ক্ষমতা ছাড়তে নারাজ। ছবি-সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগের দাবি আগের চেয়ে আরো জোরালো হয়েছে। ডিসেম্বরে  তার নিজের দলের নেতারাই তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেন। এবার তারা তাকে দেশের প্রেসিডেন্ট পদ থেকেও সরিয়ে দিতে যাচ্ছেন।

সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর জন্য জ্যাকব জুমার ওপর তার নিজ দল এবং বিরোধী দল উভয় দিক থেকেই চাপ বাড়ছে। কিন্তু জুমা প্রেসিডেন্ট পদ ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন।

এ অবস্থায় ক্ষমতাসীন দল এএনসির শীর্ষ নেতাদের একটা বড় অংশ জ্যাকব  জুমার বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন। সোমবার তারা এ বিষয়ে এক জরুরি বৈঠকে বসবেন।

ধারণা করা হচ্ছে, জ্যাকব জুমাকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর জন্য তারা একটি আনুষ্ঠানিক উদ্যোগের সূচনা করবেন। আর তা হচ্ছে, তারা পার্লামেন্টের অধিবেশন ডেকে তার বিরুদ্ধে অনাস্থা আনা।

কিন্তু যাকে নিয়ে এতো বিতর্ক সেই জ্যাকব জুমা নিজের পদ ছাড়তে একদমই নারাজ। এ অবস্থায় তার দল এএনসির ৬ জন প্রভাবশালী শীর্ষ নেতা রোববার জুমার প্রিটোরিয়ার বাসভবনে গিয়ে আলাদাভাবে বৈঠক করেছেন। কিন্তু তাতেও ইতিবাচক ফল হয়নি। বিরোধী দলের সমালোচনা, নিজ দলের তরফে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও পদত্যাগের জন্য চাপ দিয়েও কাজ না হওয়ায় এবার চরম ব্যবস্থাটি নিতে যাচ্ছে এএনসি।

জুমার কারণে দল হিসেবে এএনসির ভাবমূর্তি তলানিতে এসে ঠেকেছে। সব মিলিয়ে জ্যাকব জুমা এখন দলের জন্য বোঝা হয়ে উঠেছেন। এএনসি তাই চায় না জুমা আর প্রেসিডেন্ট পদে থাকুন। ২০১৯ পর্যন্ত তার মেয়াদ থাকলেও দল চায় এখুনি সরে দাঁড়িয়ে তিনি যেন দলের বোঝা লাঘব করেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।