ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার জর্জিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এবার জর্জিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১ পুলিশের গাড়ির সংগৃহীত ছবি

ট্রেক্সাসে একটি হাই স্কুলে গুলির খবরের রেশ না কাটতেই এবার জর্জিয়ায় একটি স্কুলে গুলির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।

ক্ল্যাতন কাউন্টি পুলিশ বিভাগ জানিয়েছে, ম্যাট. জিয়ন হাই স্কুলে বন্দুকধারী একজনকে পায়ে ও অন্যজনকে তিনটি গুলি করেছে।  গুলিবিদ্ধ দু’জনই নারী।

আটলান্টা থেকে ২০ মাইল দক্ষিণে ওই গুলির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এর বাইরে আর কোনো তথ্য জানায়নি পুলিশ।

এর আগে স্থানীয় সময় শুক্রবার (১৮ মে) সকালে টেক্সাসের সান্তা ইফ হাই স্কুলে বন্দুকধারীর হামলায় ১০ জন হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে নয়জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। হামলাকারী ১৭ বছর বয়সী কিশোর। তবে সে ওই স্কুলে শিক্ষার্থী কিনা সে বিষয়ে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।