ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, মে ১৯, ২০১৮
আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে বিস্ফোরণ, নিহত ৮ আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে বিস্ফোরণ।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের জালালাবাদে একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আটজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও ৪৫ জন।

শনিবার (১৯ মে) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার (১৮ মে) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নানগারহারের প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাহুল্লাহ খগানি বলেন, ‘নানগারহার প্রদশের রাজধানীতে ক্রিকেট ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। ’

রমজান মাসে রাত্রিকালীন এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওইদিন রাতেও ম্যাচ চলছিল। ওই সময় সেখানে আকস্মিক তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্টেডিয়ামে তখন শত শত দর্শনার্থী ছিলেন।

খগানি বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত তালিবান কিংবা আইএস দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে তালিবান জঙ্গি ও ইসলামিক স্টেটস সক্রিয়, বিশেষ করে নানগারহার প্রদেশ। সেক্ষেত্রে অনেকেই ধারণা করছেস, এই জঙ্গি গোষ্ঠীই এ হামলা চালাতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।