ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিকারাগুয়ায় গুলি-হামলায় ১৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুন ১, ২০১৮
নিকারাগুয়ায় গুলি-হামলায় ১৫ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: মধ্য আমেরিকার নিকারাগুয়ায় সরকারবিরোধী বিক্ষোভে গুলি-হামলায় গত ২৪ ঘণ্টায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়াও প্রায় দুইশতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সোনিয়া কেস্ত্রো।

গত এপ্রিলে আগাম নির্বাচনের দাবিতে নিকারাগুয়ায় শুরু হয়েছিল রাজনৈতিক সংঘাত। এরপর থেকে ধারাবাহিক হামলা-সহিংসতা শুরু হলেও বুধবার (৩০ মে) সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছিল।

এ হামলায় বৃহস্পতিবার (৩১ মে) পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ জন নিহত হন।

২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগা তৃতীয়বারের মতো নির্বাচিত হন। এরপর গত এক মাসেরও বেশি সময় ধরে দেশের জনগণ আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বুধবার নিকারাগুয়ার মাদার ডে উপলক্ষে বিক্ষোভ সমাবেশে দেশের সশস্ত্র একটি দল গুলি-হামলা চালায়। সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে শিশুদের স্মরণে এই বিক্ষোভ কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।