ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অপসারিত হলেন স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ১, ২০১৮
অপসারিত হলেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। ছবি: সংগৃহীত

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়কে পার্লামেন্টের নন-কনফিডেন্স ভোটে অপসারণ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, বিরোধী দলীয় সমাজতান্ত্রিক নেতা পেদ্রো সানচেজ হতে চলেছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।

শুক্রবারের (১ জুন) এ ভোটের প্রেক্ষিতে পেদ্রো বলেন, আমাদের দেশে গণতন্ত্রের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি।  

স্পেনের ইতিহাসে রাহয়ই প্রথম প্রধানমন্ত্রী যিনি নন-কনফিডেন্স ভোটে পরাজিত হলেন।

২০১১ সাল থেকে তিনি দেশটির কনজারভেটিভ পপুলার পার্টির (পিপি) প্রধানমন্ত্রী। রক্ষণশীল পপুলার পার্টির (পিপি) এই নেতা ২০১১ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রীর দাতিত্ব পালন করে আসছিলেন।

দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে রাহয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) নেতা সানচেজ। পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের দ্বিতীয় দিনের বিতর্কে পরাজয় স্বীকার করে নেন রাহয়। অন্যদিকে সানচেজ বেশ কিছু ছোট দলের সমর্থন অর্জনে সক্ষম হয়ে প্রধানমন্ত্রীর আসনে বসার জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।  

বলা হচ্ছে, এটি সানচেজের সমাজতান্ত্রিক দলের জন্য একটি বড় সাফল্য।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ০১, ২০১৮
একে/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।