ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জর্ডানে কর-সংস্কার বিল প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জুন ৩, ২০১৮
জর্ডানে কর-সংস্কার বিল প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ বিক্ষোভকারীদের পথ অবরোধ করে রেখেছে পুলিশ। ছবি: সংগৃহীত

আইএমএফের (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড) মদদপুষ্ট একটি কর-সংস্কার বিল প্রধানমন্ত্রী কর্তৃক প্রত্যাখ্যান না হওয়ায় বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে জর্ডানে। 

শনিবার (২ জুন) রাতে হাজার হাজার বিক্ষোভকারী একত্রিত হন রাজধানী আম্মানের বিভিন্ন সড়কে। বলা হচ্ছে, গত পাঁচ বছরে দেশটিতে সংঘটিত সবচেয়ে বড় বিক্ষোভ এটি।

 

কর বৃদ্ধির পক্ষে প্রস্তাবিত এ বিলের কারণে গত তিন দিনও বিক্ষোভ অব্যাহত ছিল। বিক্ষোভকারীরা বলছেন, এ বিলের ফলে দরিদ্র ও মধ্যবিত্ততা ক্ষতিগ্রস্ত হবে। তাদের দাবি অনুযায়ী ওই বিলটি মন্ত্রীসভায় প্রত্যাখ্যান না হওয়ায় শনিবার রাতে বিক্ষোভে নতুন মাত্রা যোগ হয়।

আম্মানের দাঙ্গা-পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।  ছবি: সংগৃহীত

বিক্ষোভের তৃতীয় দিন, বিক্ষোভকারীরা বাদশা আব্দুল্লাহর কাছে প্রধান মন্ত্রী হানি মুল্কির অপসারণের দাবি জানিয়ে স্লোগান দিতে দিতে কেবিনেট অফিসের দিকে অগ্রসন হওয়ার চেষ্টা করেন। এসময় নিরাপত্তাবাহিনী কেবিনেট অফিসের সামনের সড়কে ব্যারিকেড বসিয়ে তাদের অবরোধ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।  

রাজধানী ছাড়াও জর্ডানের কয়েকটি প্রাদেশিক শহরেও জনতা বিক্ষোভ প্রদর্শন করেছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।