ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় হামাস নিয়ন্ত্রিত অংশে ইসরায়েলের রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জুন ৩, ২০১৮
গাজায় হামাস নিয়ন্ত্রিত অংশে ইসরায়েলের রকেট হামলা গাজায় হামাস নিয়ন্ত্রিত অংশে ইসরায়েলের রকেট হামলা।

গাজায় ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী হামাসের বিভিন্ন স্থাপনায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েকদিন আগে ইসরায়েলে হামলার জবাবে শনিবার (২ জুন) গাজায় পাল্টা হামলা চালিয়েছে দেশটি। ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলে কমপক্ষে চারটি মিসাইল নিক্ষেপ করা হয়। এর মধ্যে তিনটি প্রতিহত করা হয় এবং একটি লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়।

শনিবার সন্ধ্যা নামার পর ইসরায়েলের সীমান্তবর্তী শহর ও গ্রামে রকেট হামলার বিপদ সংকেত বেজে ওঠে। সেখানকার অধিবাসীরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

তবে গাজার কোনো বিদ্রোহী সংগঠন এই রকেট হামলার দায় স্বীকার করেনি।

এদিকে গাজার অধিবাসীরা জানিয়েছে, হামাস নিয়ন্ত্রিত কমপক্ষে তিনটি স্থাপনায় রকেট চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েল সেনাবাহিনী হামলার সত্যতা নিশ্চিত করে বলেছে, গাজায় সব কর্মকাণ্ডের জন্য সন্ত্রাসী সংগঠন হামাস দায়ী।

তবে পাল্টাপাল্টি হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গত মঙ্গলবার এবং বুধবার রাতে রকেট ও মর্টার হামলা চালায় হামাস। এর জবাবে ইসরায়েল গাজার উপকূলবর্তী অঞ্চলে ৫০-এর বেশি ট্যাংক ও বিমান হামলা চালায়।

২০১৪ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের পর এটিই ছিল দু’পক্ষের মধ্যে সবচেয়ে তীব্র পাল্টাপাল্টি হামলা। তবে এ হামলাকে আর বাড়ানোর ইচ্ছা নেই বলে দুই পক্ষই ইঙ্গিত দেয়। এরপর চলতি সপ্তাহ থেকে কার্যত দু’পক্ষের মধ্যে অঘোষিত অস্ত্রবিরতি চলছিল। এরমধ্যেই সর্বশেষ এ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।