ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ফ্যাসিস্ট’ বলায় এরদোগানের ওপর চটেছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
‘ফ্যাসিস্ট’ বলায় এরদোগানের ওপর চটেছেন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ইসরাইলকে ‘ফ্যাসিস্ট, রেসিস্ট’ রাষ্ট্র বলায় তার ওপর চটেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। 

বেনজামিন নেতানিয়াহু ক্ষুব্ধ হয়ে এক টুইট বার্তায় লেখেন, ‘সিরিয়া ও কুর্দিদের হত্যাযজ্ঞের’ জন্য এরদোগান দায়ী।

নেতানিয়াহু টুইট বার্তায় আরও লেখেন, এরদোগানের শাসনের মাধ্যমে তুরস্ক ‘অন্ধকার একনায়কতন্ত্রে’ প্রবেশ করেছে।

 

এর আগে রজব তৈয়ব এরদোগান ইসরাইলের বিতর্কিত ‘ইহুদি জাতিরাষ্ট্র’ বিল অনুমোদনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এ পদক্ষেপ নেওয়ার কারণে কোন সংশয় ছাড়াই বলা যায়, ইসরাইল বিশ্বের ‘ইহুদিবাদী, ফ্যাসিস্ট, রেসিস্ট রাষ্ট্র’।  

এরদোগান আরও বলেন, হিটলারের চিন্তাধারার সঙ্গে ইসরাইলের নেতাদের চিন্তাধারার কোনো পার্থক্য নেই। তারা মনে করেন ইহুদিরা বিশ্বের আদিম অধিবাসী।  

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, হিটলারের চিন্তাভাবনার জন্য বিশ্ব মহাসংকটে পড়েছিলো। ইসরাইলের কিছু নেতাদের মধ্যেও সেরকম মনোভাব দেখা যাচ্ছে।  

এর আগেও এরদোগান ইসরাইলকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন। গত বছরে এরদোগান নেতানিয়াহুকে ‘সন্ত্রাসী’ ও ‘দখলদার’ আখ্যা দেন।

সাম্প্রতিক সময়ে ইসরাইল ও তুরস্কের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। ২০১০ সালে তুরস্ক এক সময়ের মিত্র দেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।  

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।