ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেইজিংয়ে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
বেইজিংয়ে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ বেইজিংয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের রাজধানী বেইজিংয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় এ বিস্ফোরণের ঘটে। তবে এতে হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

 

সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরণের পর ওই এলাকায় ধোঁয়া উড়তে দেখা যায়। বিস্ফোরণস্থলের পাশেই অনেক চীনা নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।  

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ছবি ও ভিডিও শেয়ার দিয়েছেন। এতে দেখা যায়, ঘটনাস্থলের আশ-পাশে জটলার সৃষ্টি হয়েছে। সেখানে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী।  

বেইজিংয়ের উত্তর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত। দূতাবাস ও এর পাশ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার। তারমধ্যেই এ বিস্ফোরণ কিভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।