ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় প্লেন বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন শতাধিক আরোহী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
মেক্সিকোয় প্লেন বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন শতাধিক আরোহী মেক্সিকোয় প্লেন বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

ঢাকা: মেক্সিকোর দুরানগো অঙ্গরাজ্যে উড্ডয়নের কিছু সময় পর বিধ্বস্ত হয়েছে শতাধিক যাত্রীবাহী একটি প্লেন। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কারও প্রাণহানি হয়, আহত হয়েছেন বেশ কিছু যাত্রী।

মঙ্গলবার (৩১ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টায় অ্যারো-মেক্সিকোর প্লেনটি উড্ডয়নের কিছু সময় পর বিধ্বস্ত হয়।

কর্তৃপক্ষ বলছে, প্লেনটিতে ২ জন শিশু ও চারজন ক্রুসহ মোট আরোহী ছিলো ১০৩ জন।

প্লেনে আগুন লাগার আগেই আরোহীরা বাইরে বেরিয়ে আসেন। তবে যারা আহত হয়েছেন, তাদের অবস্থাও খুব গুরুতর নয়।  

প্লেন থেকে বেরিয়ে আসা দুই যাত্রী জ্যাকলাইন ফ্লোরস বলেন, ভারী বৃষ্টিপাতের মধ্যে উড্ডয়নের কিছু সময় পর প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটির ভেতর প্রচুর ধোঁয়া ছিল, কিছু কিছু জায়গায় আগুন লেগেছিল। বেরিয়ে আসার সময় একটি ছোট মেয়ের পা আগুনে পুড়ে যায়।  

দুরানগো অঙ্গরাজ্যের গর্ভনর জোসে রোসাস এক সংবাদ সম্মেলনে বলেন, প্লেনটি উড্ডয়নের কিছু সময় পর প্রবল বাতাসের কারণে দুলে ওঠে। এরপর প্লেনটি হঠাৎ অনেক নিচে নেমে আসে। এর বাঁ পাখাটি মাটিতে ঘেঁষে যায়। প্লেনটি রানওয়ে থেকে ৩০০ মিটার দূরত্বে গিয়ে থামে।  

তিনি বলেন, প্লেনে আগুন লাগার আগেই জরুরি পথ দিয়ে আরোহীরা বেরিয়ে আসতে সক্ষম হন। গুরুতর আহত হন প্লেনের পাইলট। তবে তার অবস্থা এখন বেশ ভালো।  

মেক্সিকোর এয়ারপোর্ট অপারেটর ‘গ্রুপো অ্যারোপোরতুয়ারিও সেন্ত্রো নর্তে’ তাদের প্রাথমিক অনুসন্ধানের পর জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে।  

অ্যারো-মিক্সেকো তাদের এক বিবৃতিতে প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে।  

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।