ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমন্ত্রণ পেলে ইমরানের শপথে যাবেন কপিল দেব 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
আমন্ত্রণ পেলে ইমরানের শপথে যাবেন কপিল দেব  আমন্ত্রণ পেলে ইমরানের শপথে যাবেন কপিল দেব। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খানের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণপত্র পেলে তাতে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ১১ আগস্ট শপথ নেবেন। 

সম্প্রতি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তান ও ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই তালিকায় আসে কপিল দেব, সুনীল গাভাস্কার, নবজ্যোত সিং সিধুদের মতো নামও।

এমনকি বলিউড সুপারস্টার ‘মি. পারফেকশনিস্ট’ আমির খানকেও ইমরানের শপথে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়।

ভারতীয় ক্রিকেট গ্রেট কপিল দেব বলেন, আমন্ত্রণ পেলে আমি অবশ্যই শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন। ভারত সরকারের অনুমতি নিয়েই পাকিস্তানে উপস্থিত হবো।  

ইমরানের দল ক্ষমতায় আসায় ভারত-পাকিস্তানের ক্রিকেট ও দু’দেশের সম্পর্ক নিয়ে আশাবাদী কপিল বলেন, ইমরান যেহেতু একজন ক্রিকেটার ছিলেন, তিনি অবশ্যই অবস্থার উন্নয়ন করবেন। এতে ক্রিকেটারদের ভ্রাতৃত্ব বাড়বে। তবে তার আগে অবশ্যই মাঠের অবস্থার উন্নতি করতে হবে।  

এর আগে নবজ্যোত সিং সিধু ভারতীয় গণমাধ্যমকে বলেন, এটা (আমন্ত্রণ) আমার জন্য অনেক সম্মানের। ইমরানের কাছ থেকে এটা ব্যক্তিগত আমন্ত্রণ, কোনো রাজনৈতিক আমন্ত্রণ নয়।  

ক্রিকেটের ময়দানে কপিল দেব, সুনীল গাভাস্কার ও নবজ্যোত সিং সিধুর দীর্ঘদিন খেলেছেন ইমরান। সেই তারকার প্রধানমন্ত্রী পদে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ব্যাপারে কপিল ও সিধু উচ্ছ্বসিত মন্তব্য করলেও কোনো বক্তব্য মেলেনি গাভাস্কারের।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।