ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ন্যাটোর ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ন্যাটোর ৩ সেনা নিহত ফাইল ফটো

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় ন্যাটোর তিনজন সেনাসদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসী সংগঠন তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।  

রোববার (৫ আগস্ট) এ হামলা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানায় ন্যাটো কর্মকর্তারা।  

ন্যাটোর কর্মকর্তাদের বিবৃতিতে বলা হয়, এ হামলায় একজন মার্কিন নাগরিক ও দুইজন আফগান সেনা আহত হয়েছেন।

রেজ্যুলেট সাপোর্ট অ্যান্ড ইউএস ফোর্সেস-আফগানিস্তানের কমান্ডার জেনারেল জন নিকোলসন বলেন, তাদের আত্মত্যাগ আমাদের হৃদয়ে ও ইতিহাসে অম্লান হয়ে থাকবে। পরবর্তী সমাধানের জন্য আমাদের আরও সামর্থ্য জোগাবে।  

স্থানীয় কর্মকর্তারা জানান, পারওয়ান প্রদেশের রাজধানী চরিকরের কালাজাইয়ে এ হামলা ঘটে।  

পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাখার বলেন, নিয়মিত টহলের সময় বিদেশিবাহিনীকে লক্ষ্য করে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।  

এদিকে আটজন মার্কিন দখলদারদের হত্যা করা হয়েছে বলে দাবি করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।