ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনা অর্থায়নের তিন প্রকল্প বাতিল করলেন মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
চীনা অর্থায়নের তিন প্রকল্প বাতিল করলেন মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

চীনা অর্থায়নে কয়েকশ’ কোটি ডলারের তিনটি প্রকল্প বাতিলের কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

পাঁচ দিনের চীন সফরের শেষদিন মঙ্গলবার (২১ আগস্ট) রাজধানী বেইজিংয়ে  সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিষয়টিকে চীন ‘ভুলভাবে’ নেবে না এমন আশা ব্যক্ত করে আধুনিক মালয়েশিয়ার ‘কারিগর’ বলেন, এতো পরিমাণ অর্থ, যা এ মুহূর্তে আমাদের ধারণক্ষমতার বাইরে, যা আমরা পরিশোধ করতে পারবো না, তা না নেওয়াই ভালো।

এছাড়া প্রকল্পগুলো এ মুহূর্তে মালয়েশিয়ার জন্য প্রয়োজন নয় বলেও জানান মাহাথির।

চীন সফরের আগে গত সপ্তাহে প্রকল্পগুলো বাতিল করেন তিনি। যার মধ্যে একটি হলো আধুনিক রেললাইন, বাকি দু’টি এনার্জি পাইপলাইন।

‘অভ্যন্তরীণ আর্থিক সমস্যা’র কারণে আপাতত মালয়েশিয়া এসব প্রকল্প হাতে নিচ্ছে না, যা চীন নিশ্চয়ই বুঝতে পারবে বলেও যৌথ সংবাদ সম্মেলনে বলেন মাহাথির।

‘মুক্ত বাণিজ্য অর্থনীতির’ কারণে গরিব দেশগুলো ধনী দেশগুলোর সঙ্গে পেরে না ওঠায় একটি নতুন ‘উপনিবেশবাদ’ তৈরি হচ্ছে বলেও আশঙ্কা করেন এ রাজনীতিক।

বাতিল করা প্রকল্পগুলো মাহাথিরের আগের মেয়াদের প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেওয়া উদ্যোগ বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।