ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, আগস্ট ২২, ২০১৮
ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৬

উত্তর ইরাকের সুন্নি অধ্যুষিত এক গ্রামে আত্মঘাতী হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২১ আগস্ট) দিনগত রাতে ইরাকের এক সাবেক বিধানকর্তার বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা আদিবাসী মিলিশিয়া বলে উল্লেখ করা হয়।

এখনও কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার না করলেও ওই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের যোদ্ধারা স্বক্রীয়।

জেলার পুলিশ প্রধান খলিল আল-শান বলেন, নিহতরা সরকার সমর্থিত সুন্নি মিলিশিয়া যারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।