ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ফরেস্ট সিটি প্রজেক্ট’ বিদেশিদের জন্য নয়: মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
‘ফরেস্ট সিটি প্রজেক্ট’ বিদেশিদের জন্য নয়: মাহাথির ফরেস্ট সিটি প্রজেক্ট

ঢাকা: মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের রাজ্য যোহরের ‘ফরেস্ট সিটি প্রজেক্ট’-এ বিদেশিরা কোনো আবাসিক ইউনিট কিনতে বা নির্মাণ করতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। 

সোমবার (২৭ আগস্ট) মাহাথির মোহাম্মদ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে একথা বলেন।  

খবরে বলা হয়, চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মাহাথিরের দলের জয়ের পর এ প্রজেক্টটি অনিশ্চয়তার মুখে পড়েছিল।

 

সংবাদ সম্মেলনে মাহাথির সাংবাদিকদের বলেন, একটা বিষয় নিশ্চিত, যে সিটি প্রজেক্ট নির্মাণ করা হচ্ছে সেখানে কোনো বিদেশি আবাসিক ভবন কিনতে পারবেন না। আমরা কোনো বিদেশিকে এখানে এসে বাস করার জন্য ভিসা দেব না।  

তিনি আরও বলেন, অভিযোগ ছিলো সিটি প্রজেক্টটি বিদেশিদের জন্য নির্মাণ হচ্ছে, মালয়েশিয়ানদের জন্য নয়। অধিকাংশ মালয়েশিয়ানের এখানে আবাসিক ভবন কেনার সামর্থ্য নেই।

মালয়েশিয়ার এ সিটি প্রজেক্ট নির্মাণে কাজ করছে কান্ট্রি গার্ডেন হোল্ডিংস লিমিটেড। তারা ৭ লাখের বেশি মানুষের আবাসের জন্য এ প্রজেক্ট নিয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।