ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘পক্ষপাত’ সার্চ অভিযোগ বাতিল গুগলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ট্রাম্পের ‘পক্ষপাত’ সার্চ অভিযোগ বাতিল গুগলের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সার্চে রাজনৈতিক ‘পক্ষপাত’ এর অভিযোগ নাখোচ করে দিয়েছে গুগল কর্তৃপক্ষ। এর আগে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন, গুগলে নিউজ সার্চ রেজাল্টে তাকে নিয়ে পাওয়া সার্চগুলো ‘পাতানো’। এর প্রেক্ষিতে গুগল কর্তৃপক্ষ ট্রাম্পের এ অভিযোগ বাতিল করে দেয়।

মঙ্গলবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, গুগল ‘ট্রাম্প নিউজ’ সার্চ দিলে তাকে নিয়ে নেতিবাচক সংবাদ সামনে চলে আসে।

তিনি এ বিষয়টিকে অনৈতিক বলেও আখ্যা দেন।  

গুগলকে নিয়ে টুইট বার্তায় ট্রাম্প লেখেন, তারা আমার ও অন্যদের বিরুদ্ধে এটা পাতিয়েছে। যার ফলে সব সংবাদগুলোই খারাপ আসে। ফেক সিএনএন বিখ্যাত।  

মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘ট্রাম্প নিউজ’ এর শতকরা ৯৬ ভাগ ফলাফল আসে ‘লেফট-উইং’ মিডিয়া থেকে। এটা খুবই ভয়ানক। গুগল ভালো সংবাদগুলো লুকিয়ে রাখছে।  

তবে গুগল কর্তৃপক্ষ এসব অভিযোগ বাতিল করে দিয়েছে। গুগলের এক মুখপাত্র বলেন, রাজনৈতিক এজেন্ডা হিসেবে গুগল সার্চ ব্যবহার করা হয় না। কোন রাজনৈতিক মতাদর্শ নিয়ে আমরা আমাদের সার্চকে পক্ষপাত করি না।  

তিনি আরও বলেন, প্রত্যেক বছর আমরা আমাদের ভালো মানের কন্টেন্ট পাওয়ার জন্য অ্যালগরিদমের হাজারও উন্নতি করি। আমরা গুগলের সার্চ নিয়ে অনেক কাজ করি। গুগল সার্চের ফলাফলের জন্য কোন রাজনৈতিক মনোভাব রাখা হয় না।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।