ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিস্ফোরণে শীর্ষ রুশপন্থী বিদ্রোহী নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
বিস্ফোরণে শীর্ষ রুশপন্থী বিদ্রোহী নেতা নিহত রুশপন্থী বিদ্রোহী নেতা আলেকজান্ডার জাকহারচেনকো

ঢাকা: ইউক্রেনের ডনেটস্ক শহরের একটি ক্যাফেতে বিস্ফোরণে রুশপন্থী বিদ্রোহী নেতা আলেকজান্ডার জাকহারচেনকো নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, শুক্রবারের এ বিস্ফোরণে রুশপন্থী এ নেতা প্রাণ হারান।

 

জাকহারচেনকো’র মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ডনেটস্ক পিপল’স রিপাবলিকের (ডিএনআর) প্রধান সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।  

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে। তবে এ বিষয়ে সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখান করেছে ইউক্রেন সরকার।

বিদ্রোহী ও রুশ সংবাদমাধ্যম বলছে, বিস্ফোরণের ঘটনায় রুশপন্থী এ শীর্ষ নেতা নিহত হওয়ার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী দলের অর্থমন্ত্রী আলেকজান্ডার তিমোফিয়েভও আহত হয়েছেন।  

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে কিয়েভের সম্পৃক্ততার অনেক কারণ রয়েছে। শান্তির বিষয়ে অঙ্গীকার ভঙ্গ করেছে কিয়েভ। তারা রক্তগঙ্গার সিদ্ধান্ত নিয়েছেন।  

তবে ইউক্রেনের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র ইয়েলেনা গিটলিয়ানসকায়া মস্কোর এ অভিযোগ প্রত্যাখান করে বলেছেন, সন্ত্রাসী ও রাশিয়ানদের অন্তঃকোন্দলের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শুরুর দিক থেকেই রাশিয়ার মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রুশপন্থী বিদ্রোহী নেতা আলেকজান্ডার জাকহারচেনকো।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।