ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলের নির্বাচনে লুলা সিলভার প্রার্থিতা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
ব্রাজিলের নির্বাচনে লুলা সিলভার প্রার্থিতা বাতিল লুলা ডি সিলভা

ঢাকা: ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দুর্নীতির অভিযোগে জেলবন্দী সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা অংশ নিতে পারবেন না। ব্রাজিলের একটি শীর্ষ নির্বাচনী আদালত সাবেক এ প্রেসিডেন্টের প্রার্থিতা বাতিল করেছেন। 

শনিবার (০১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রার্থিতা বাতিলের রায়ের পক্ষে সাত সদস্যের আদালতের ছয়জন বিচারকই সম্মতি দিয়েছেন।

৭২ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট লুলা আসন্ন নির্বাচনের নির্বাচনী দৌড়ে এগিয়ে ছিলেন এমনটা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ঘুষ গ্রহণের দায়ে ১২ বছরের জেল সাজা পান সাবেক এ প্রেসিডেন্ট।  

তবে লুলার দল ব্রাজিল ওয়ার্কাস পার্টি বলছে, তারা সাবেক এ প্রেসিডেন্টের প্রার্থিতার জন্য আপিল আবেদন করবেন।  

আদালতের রায়ের পর ব্রাজিলের ওয়াকার্স পার্টি এক বিবৃতিতে জানায়, লুলার প্রার্থিতার জন্য যে কোন মূল্যেই তারা লড়বেন।  

বিবৃতিতে বলা হয়, লুলার প্রার্থিতা অনুমোদনের জন্য আমরা সব আপিল আবেদন উপস্থাপন করবো। লুলার জন্য আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবো।  

জানুয়ারিতে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত হন লুলা ডি সিলভা। ব্রাজিলের নির্বাচনী নিয়ম অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তি দেশটির নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না।  

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এএইচ/এমজেএফ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।