সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই ওই খনির শ্রমিক।
পুলিশ জানায়, ভূমিধসটি এতো বড় ছিল যে এতে একটি ‘কাদার লেক’ তৈরি হয়, যাতে শ্রমিকদের ঘরবাড়িসহ প্রায় ৪০টি গাড়ি তলিয়ে যায়।
স্থানীয় সংসদ সদস্য টিন সো জানিয়েছেন, মাটির নিচে চাপা পড়া শ্রমিকদের আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।
উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, সেখান থেকে মরদেহ উদ্ধার করা খুবই কঠিন। এ পর্যন্ত মাত্র তিনটি মরদেহ উদ্ধার করা গেছে।
দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ দুর্ঘটনায় শ্বে নগর কয় কাং ও মিয়ানমার থুর জেমস কোম্পানি জড়িত।
তবে কোম্পানিগুলোর দায়িত্বশীল কেউই দুর্ঘটনা নিয়ে এখনো মুখ খোলেননি।
মিয়ানমারে খনি দুর্ঘটনায় প্রতিবছরই বহু লোক মারা যায়। তাদের বেশিরভাগই স্থানীয় দরিদ্র লোকজন, যারা খনিতে কোম্পানিগুলোর ফেলে যাওয়া মূল্যবান পাথরের টুকরো খুঁজতে যান।
২০১৪ সালে ভারত-চীন সীমান্তের এ খনিটির মূল্য প্রায় ৩১ বিলিয়ন ডলার অনুমান করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
একে/