ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টানা ১ যুগ ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
টানা ১ যুগ ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত

মোদী সরকারের আমলে চলতি বছর বেশ কঠিন ছিল ভারতীয় ব্যবসায়ীদের জন্য। ২০১৯ সালে দেশটির ধনকুবেরদের সম্পদ কমেছে অন্তত আট শতাংশ। ব্যাপক উত্থান-পতন ঘটেছে শীর্ষ ধনীদের তালিকাতে। 

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের হিসাবে টানা এক যুগ ধরে ভারতের ‘নাম্বার ওয়ান’ ধনীর খেতাব ধরে রেখেছেন মুকেশ আম্বানি। চলতি বছর তার সম্পদ বেড়েছে প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৫১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

ফোর্বস জানিয়েছে, তালিকার পরের ১৪ ধনীর সম্পদের পার্থক্য মাত্র এক বিলিয়ন ডলারের মতো। এর মধ্যে নয়জনেরই র‌্যাংকিংয়ে অবনমন ঘটেছে।  

প্রযুক্তি টাইকুন আজিম প্রেমজি সম্পদের প্রায় এক-তৃতীয়াংশ দান করে দেওয়ায় দুই থেকে একেবারে তালিকার ১৭ নম্বরে নেমে গেছেন তিনি।

একলাফে আট ধাপ উপরে উঠে এখন তালিকার দুইয়ে রয়েছেন গৌতম আদানি। ভারতের অন্যতম শীর্ষ এ শিল্পপতির সম্পদের পরিমাণ ১৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।

অশোক লেল্যান্ডের মালিক হিন্দুজা ভাইদ্বয় রয়েছেন ধনীর তালিকার তিন নম্বরে। তাদের সম্পদের পরিমাণ ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলার।

শাপুরজি পাল্লোনজি গ্রুপের পাল্লোনজি মিস্ত্রি ১৫ বিলিয়ন ডলার নিয়ে আছেন তালিকার চারে। কোটাক মাহিন্দ্র ব্যাংকের উদয় কোটাক ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলারের মালিক হয়ে রয়েছেন পাঁচ নম্বরে। ১৪ দশমিক ৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ছয়ে রয়েছেন এইচসিএল টেকনোলজির শিব নাদার।  

ভারতের শীর্ষ ১০০ ধনীর তালিকায় প্রথমবারের মতো নাম এসেছে ছয়জনের। এরমধ্যে বাইজু’র প্রতিষ্ঠাতা ও সিইও বাইজু রবীন্দ্রন ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার নিয়ে রয়েছেন তালিকার ৭২ নম্বরে, হলদিরাম স্ন্যাক্সের মনোহর লাল ও মধূসুদন আগারওয়াল ১ দশমিক ৭ বিলিয়ন ডলার নিয়ে ৮৬ নম্বরে, ১ দশমিক ৫ বিলিয়ন ডলার নিয়ে জাকুয়ারের রাজেশ মেহরা ৯৫ নম্বরে, অ্যাস্ট্রাল পলিটেকনিকের সন্দ্বীপ ইঞ্জিনিয়ার ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের মালিক হয়ে রয়েছেন ৯৮ নম্বরে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।