ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৩৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৩৭ ছবি: সংগৃহীত

চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমতে থাকলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৭ জনের।

বৃহস্পতিবার (১২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এ পর্যন্ত বিশ্বজুড়ে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ২৬ হাজার ৫০২ জন।

বুধবার (১১ মার্চ) চীনে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১৮ জন এবং মারা গেছেন ১১ জন। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে এ রোগে আক্রান্তের সংখ্যা মোট ৮০ হাজার ৭৯৬ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৯ জনের।

ইতালিতে আরও ২ হাজার ৩১৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪৬২। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১৯৬ জনের। এ নিয়ে মারা গেছেন ৮২৭ জন।

এছাড়া, ইরানে কোভিড-১৯ রোগীর সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫৪ জনের।

এখন পর্যন্ত বিশ্বের ১২৪টি দেশ ও অঞ্চলে রোগটি ছড়িয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।