ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধের প্রস্তুতি কী শুরু করলো ন্যাটো!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
যুদ্ধের প্রস্তুতি কী শুরু করলো ন্যাটো!

ঢাকা: স্কটল্যান্ডের দক্ষিণ গ্লাসগো সিটি সেন্টার থেকে দেড় কিলোমিটার দূরে জড়ো করা হচ্ছে পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ট্রাক। ওই অস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছে লোচ লং-এ রয়্যাল নৌবাহিনীর কাছে।

 

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতিতে পরমাণু অস্ত্রবিরোধী সংস্থার (নিউকওয়াচ) দাবি, ন্যাটোর যুদ্ধ প্রস্তুতি হিসেবে অস্ত্রগুলি জড়ো করা হচ্ছে।

নিউকওয়াচের দাবি, ‘গত শুক্রবার ন্যাটোভুক্ত দেশ স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোর সড়কে একটি নিরাপত্তা বহর নজরে আসে। ওই বহরের মধ্যে ছিল চারটি ট্রাক। সাধারণত অস্ত্র পরিবহনের জন্য শহরের ওই রাস্তাটি ব্যবহার করে সেনারা। ওই চারটি ট্রাকের মধ্যে তিনটিতে মোট ছয়টি পরমাণু অস্ত্র রয়েছে। একটি ট্রাক খালি রয়েছে ‘ 

তবে কী রাশিয়ার বিরুদ্ধে পরমাণু যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ন্যাটো?’

এর আগে, ২০২১ সালের মে মাসে ওই সড়ক দিয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক যেতে দেখেছিল সংস্থাটি।

সংস্থাটির সদস্য জেন ট্যালেন্টস বলেন, প্রতিটি ট্রাক দুটি করে পরমাণু অস্ত্রবহন করতে পারে। একটি ট্রাক খালি রাখা হয় কারণ কোনো ট্রাকে সমস্যা দেখা দিলে যাতে ওই ট্রাকটিকে ব্যবহার করা যায়। যেহেতু চারটি ট্রাক রয়েছে, ধরে নেওয়া যেতে পারে তিনটি ট্রাকে দুটি করে মোট ছয়টি ক্ষেপণাস্ত্র রয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের অক্টোবরের পর ওই সড়ক দিয়ে আর কোনো অস্ত্র নিয়ে যেতে দেখা যায়নি। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে পরমাণু অস্ত্র পরিবহনের মধ্যে একটা সন্দেহ থেকেই যায়।

খবর: ডেইলি মেইল

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।