ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্য আরও ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে ইউক্রেনকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
যুক্তরাজ্য আরও ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে ইউক্রেনকে বরিস জনসন

ইউক্রেনকে আরও ছয় হাজার ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের সেনাদের এ অস্ত্র সরবরাহের ঘোষণা দেবেন।

খবর: হিন্দুস্তান টাইমস

ব্রাসেলসে জি-৭ ও ন্যাটোর বৈঠক চলছে। বৈঠকে জনসন তিন কোটি ৩০ লাখ ডলারের সাহায্যও ঘোষণা করবেন, যা দিয়ে ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানা গেছে। তাছাড়া যুক্তরাজ্য সরকার ওই অঞ্চলে রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষায় সেবা দেওয়া সংবাদমাধ্যম বিবিসিকেও ৪০ লাখ ডলারের বেশি সাহায্য করবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন বলেন, ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে বাড়ানোর জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে।

এরইমধ্যে যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রায় চার হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানায় যুক্তরাজ্য।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।