ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বামীদের সন্ধানে রাস্তায় রুশ সেনাদের স্ত্রীরা   

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২২
স্বামীদের সন্ধানে রাস্তায় রুশ সেনাদের স্ত্রীরা    স্বামীদের সন্ধানে রাস্তায় আন্দোলনে রুশ সেনাদের স্ত্রীরা

নিখোঁজ স্বামীদের সন্ধান চেয়ে রাস্তায় নেমে আন্দোলন করেছেন রুশ সেনাদের স্ত্রীরা। ইউক্রেনের ডনবাস অঞ্চলে গত সপ্তাহে এ আন্দোলন অনুষ্ঠিত হয়।

 

ইউক্রেনে রুশ হামলার ১০০ দিন পেরিয়ে গেছে । রাশিয়া সাম্প্রতিক সময়ে ডনবাস দখলের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।  
 
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক জানায়, ওই আন্দোলনের ভিডিও স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে কয়েকজন নারীকে বলতে শোনা যায়, চার মাস ধরে তাদের স্বামীদের খোঁজ নেই।

 এক রুশ সেনার স্ত্রী বলেন, আমরা ১২১ রেজিমেন্টের দ্বিতীয় ব্যাটালিয়নের সৈন্যদের স্ত্রী। এই মুহূর্তে আমরা জানি না, চার মাস ধরে আমাদের স্বামীরা কোথায় আছে।  

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার (১৪ জুন) বলেছেন,  ডনবাসে রাশিয়ান সেনাদের বিরুদ্ধে লড়াই ইউক্রেন যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে।  

ইউক্রেনের পূর্বদিকের লুহানস্ক অঞ্চলের সেভেরোডোনেটস্ক শহরের ৭০ থেকে ৮০ শতাংশ এরইমধ্যে দখলে নিয়ে রুশ বাহিনী।   

সেভেরোডোনেটস্ক দখল করতে পারলে রুশ বাহিনী ইউক্রেনের স্লোভিয়ানস্ক এবং আরেকটি বড় শহর ক্রামতোর্স্কের দখল করতে পারবে। এতে সহজেই ডনবাসকে অঞ্চল দখলে নিতে পারবে রুশ বাহিনী।  

সূত্র: নিউজউইক

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।