যুক্তরাষ্ট্রের কানসাসে তাপদাহে দুই হাজার গরুর মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরইমধ্যে এ ঘটনার একটি ভিডিও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, হাজার হাজার গরু মরে পড়ে আছে।
মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদনে বলা হয়, আদ্রতা বেশি থাকায় গরুগুলোর মৃত্যু হয়। মৃত গরুগুলোকে নিয়ে যাওয়ার জন্য কানসাসের স্বাস্থ্য ও পরিবেশ বিভাগকে জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপপ্রবাহের মধ্যে রয়েছে প্রায় ১২ কোটি মানুষ।
ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) তথ্য অনুযায়ী, ৬০-এর দশক থেকে দেশটিতে তাপপ্রবাহের তীব্রতা ক্রমাগত বেড়েছে।
বিশেষজ্ঞরা এ তীব্র তাপপ্রবাহের জন্য বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করেছেন। এটি অর্থনীতিতে মারাত্বক প্রভাব ফেলছে বলেও দাবি করছেন তারা।
ফ্রান্সের কৃষি মন্ত্রণলায়ের তথ্য অনুযায়ী, ২০১৯ একটি তাপপ্রবাহের কারণে দেশটিতে ভুট্টার ফলন নয় শতাংশ এবং গমের ফলন ১০ শতাংশ হ্রাস পায়।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ইআর
Apparently this is video of the 3000 cattle that died in SW Kansas. Original tweet said heat, farmer I talked in Kansas said it wasn’t the heat. pic.twitter.com/OlPks10ji8
— bu/ac (@buperac) June 15, 2022