মসজিদের গিয়ে নাচ-গান করায় মিসরে বেশ কয়েকজন যুবককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই গ্রেফতারের ঘটনা নিশ্চিত করা হয়েছে। একটি বিবৃতিতে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মসজিদের ভেতরে ঢুকে গান গেয়ে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি পর্যবেক্ষণ করেছে। যেখানে দেখা যাচ্ছে, মসজিদের ভিতরে গান গাওয়া ও নাচার সময় একজন ব্যক্তি তা দেখভাল করছিলেন। পরে পুলিশ অপরাধীদের শনাক্ত করে ও তাদের গ্রেফতার করে।
সূত্র: গালফ নিউজ
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ইআর