ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় জ্বালানি স্টেশনে দাঙ্গা, সেনাবাহিনীর গুলিতে আহত ১১  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ১৯, ২০২২
শ্রীলঙ্কায় জ্বালানি স্টেশনে দাঙ্গা, সেনাবাহিনীর গুলিতে আহত ১১  

একটি জ্বালানি স্টেশনে দাঙ্গা দমন করতে গুলি চালিয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। এতে ১১ জন আহত হয়েছেন।

 রোববার (১৯ জুন) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

কর্মকর্তার বলেছেন, দেউলিয়া হয়ে পড়া দেশটিজুড়ে পেট্রোল এবং ডিজেলের জন্য স্টেশনগুলোতে নজিরবিহীন ভিড় দেখা গেছে।
  
শ্রীলঙ্কার সেনা মুখপাত্র নীলান্ত প্রেমরত্নে জানান, কলম্বোর ৩৬৫ কিলোমিটার (২২৮ মাইল) উত্তরে ভিসুভামাডুতে তাদের গার্ড পয়েন্টে পাথর ছোঁড়া হলে সেনারা গুলি চালায়।
 
প্রেমরত্নে বলেন, ২০ থেকে ৩০ জনের একটি দল পাথর নিক্ষেপ করে এবং একটি সেনা ট্রাকের ক্ষতি করে।

পুলিশ জানিয়েছে, অশান্তি দমনে সেনা সদস্যরা এই প্রথমবারের মতো গুলি ছুঁড়েছে, এতে আটজন বেসামরিক নাগরিক ও তিন সেনা সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, পাম্পে পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়িচালকরা বিক্ষোভ শুরু করেন।  পরিস্থিতি উত্তপ্ত হলে তারা সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্বাধীনতার পর থেকে এই প্রথম সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। খাদ্য, জ্বালানি এবং ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য দেশটির হাতে কোনো অর্থ নেই।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০২২
ইআর
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।