ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দীর্ঘ কানের ছাগল ছানার বিশ্ব রেকর্ড! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ১৯, ২০২২
দীর্ঘ কানের ছাগল ছানার বিশ্ব রেকর্ড!  পাকিস্তানে ছাগল ছানার বিশ্ব রেকর্ড

আমেরিকার ফিকশনাল অ্যানিমেশন চলচ্চিত্রের প্রধান চরিত্র ডাম্বোর কথা মনে আছে? যেখানে ডাম্বোকে বিশাল আকারের ডানার মতো কানের সাহায্যে আকাশে উড়তে দেখা যায়।

ঠিক সে রকম ঘটনার মিল পাওয়া গেছে পাকিস্তানে।

বিশাল কানের একটি ছাগল ছানার খোঁজ মিলেছে দেশটিতে। মালিকের দাবি এটি বিশ্ব রেকর্ড।

জানা গেছে, সিম্বা নামের ছাগল ছানাটির দুই কান অনেক দীর্ঘ। হাঁটলে কিংবা দাঁড়ালে এটির কান মাটি স্পর্শ করে। মালিকের দাবি এটাই সবচেয়ে লম্বা কানের ছাগল ছানা।

সিম্বার মালিক হাসান ও ইয়াসিরের দাবি করেন, এটি একটি বিরল প্রজাতির ছাগল ছানা। তাছাড়া সবচেয়ে দীর্ঘ কানের কারণে এটি বিশ্ব রেকর্ড করেছে। চলতি বছরের ৪ জুন করাচিতে ছাগল ছানাটির জন্ম হয়।

সূত্র: জিও নিউজ

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুন ১৯, ২০২২
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।