যুক্তরাষ্ট্রের টেক্সাসে রব এলিমেন্টারি স্কুলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই স্কুলটিতেই গত মাসে বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী ও ২ শিক্ষক নিহত হন।
বিবিসি জানায়, মঙ্গলবার (২১ জুন) কাউন্সিল মিটিংয়ে ওই স্কুলটি ভেঙে ফেলার সিদ্ধান্তের কথা জানান ডন ম্যাকলাফলিন। তবে কবে সেটি ভাঙা হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ম্যাকলাফলিন।
বিবিসিকে উভালদে শহরের মেয়র বলেন, স্কুলটি ভেঙে দেওয়া হবে। আপনি কখনোই একটি শিশুকে বা শিক্ষককে সেই স্কুলে ফিরে যেতে বলতে পারবেন না।
গত ২৪ মে টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলটিতে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্দুক হামলা চালানো হয়। এতে ২১ জন নিহত হন। পুলিশের গুলিতে নিহত হন ১৮ বছর বয়সী হামলাকারী সালভাদর রামোস।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ২২, ২০২২
ইআর