ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যায় আফগানিস্তানে ৪০০ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০২২
বন্যায় আফগানিস্তানে ৪০০ জনের মৃত্যু  আফগানিস্তানে বন্যা

আফগানিস্তানজুড়ে বন্যায় কমপক্ষে ৪০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বুধবার ( ২২ জুন) এমনটি জানিয়েছে।

 

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বন্যায় বাসিন্দাদের আর্থিক ক্ষতিও হয়েছে।  

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভী শরফুদ্দিন মুসলিম বলেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সরিয়ে নেওয়া হয়েছে।  

গত কয়েকদিন ধরে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে বিভিন্ন জায়গায় বন্দ্যা দেখা দিয়েছে।  
 
স্থানীয় সংবাদমাধ্যম টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের কুনার, নানগারহার, নুরিস্তান, লাগমান, পাঞ্জশির, পারওয়ান, কাবুল, কাপিসা, ময়দান ওয়ারদাক, বামিয়ান, গজনি, লোগার, সামানগান, সার-ই-পুল, তাখার, পাকতিয়া, খোস্ত এবং দাইকুন্ডি প্রদেশে বন্যা দেখা দিয়েছে।  

কুন্দুজ প্রদেশের বাসিন্দা আহমাদুল্লাহ বলেন, বন্যায় শত শত একর জমি তলিয়ে গেছে এবং এখনো পানির নিচে রয়েছে।

এদিকে গত মঙ্গলবার( ২১ জুন) দিনগত রাতে ভূমিকম্পে আফগানিস্তানে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।  

মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়ার পর গত আগস্টে তালেবান দেশটির ক্ষমতায় যায়। এক সময়ের বিদ্রোহী গোষ্ঠীটি ক্ষমতা দখলের পর থেকে অর্থনৈতিক সংকটে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে বিভিন্ন দেশ। এরমধ্যেই এই ভয়াবহ ভূমিকম্প ও বন্যার ঘটনা ঘটল।  

সূত্র: টিওএলওনিউজ

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০২২
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।