স্ত্রীকে গলা কেটে হত্যার পর তার হাত ধরে প্রিয় গান শুনছিলেন স্বামী । এ ঘটনার পর ওই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সম্প্রচারমাধ্যম ডব্লিউকেএমজির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২১ জুন) আলটামন্টে স্প্রিংস পুলিশকে ওই নারীর হত্যাকাণ্ড সম্পর্কে ফোনে জানানো হয়। পরে পুলিশ গিয়ে জিচেন ইয়াং(২১) নামে ওই স্বামীকে গ্রেফতার করে।
ডব্লিউকেএমজির প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ গিয়ে দেখে ওই নু কুইন ফাম নামে ওই নারী বাথটাবের মধ্যে গলা কাটা অবস্থায় পড়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদে জিচেন তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, তার স্ত্রীকে অকথ্য নির্যাতন করে হত্যা করেছেন।
জিচেন আরও জানান, হামলার পর বাঁচার চেষ্টা করেছিলেন তার স্ত্রী।
স্ত্রী বাঁচার চেষ্টার পর কেন থামেননি এমন প্রশ্নে পুলিশকে জিচেন জানান, যদি তিনি কিছু শুরু করেন, তবে সেটি শেষ করেই ছাড়েন।
ডব্লিউকেএমজি জানায়, জিচেনের অফিসের বসই এই হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশকে জানান। জিচেন অফিসে না যাওয়ার তার সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি জানতে পারেন।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুন ২৪, ২০২২
ইআর