ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরও ৪৩ কানাডিয়ানের ওপর রুশ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুন ২৮, ২০২২
আরও ৪৩ কানাডিয়ানের ওপর রুশ নিষেধাজ্ঞা

নতুন করে আরও ৪৩ কানাডিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন।

খবর আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে যে কয়টি দেশের নিষেধাজ্ঞা পেয়েছে রাশিয়া, তার মধ্যে কানাডা অন্যতম। তাই প্রতিশোধ নিতেই দেশটির ৪৩ নাগরিকের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্রেমলিন। সোমবার (২৭ জুন) নিষেধাজ্ঞার এ ঘোষণা দেয় রাশিয়া।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা রাশিয়া ঢুকতে পারবেন না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, রুশ কোম্পানিগুলোর সিনিয়র ম্যানেজমেন্ট ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে জাস্টিন ট্রেুডোর সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তার প্রতিক্রিয়ায় মস্কো এ পদক্ষেপ দিয়েছে। এ অধিকার রাশিয়ার রয়েছে।

কানাডার ফেডারেল ও আঞ্চলিক কর্মকর্তা, ক্ষমতাসীন দলের সদস্য ও জনপ্রিয় ব্যক্তিরাও রয়েছেন নতুন রুশ নিষেধাজ্ঞায়।

এ নিয়ে রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তির সংখ্যা বেড়ে ৭০১ জনে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ২৮ জুন, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।