ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান শুরু (লাইভ)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান শুরু (লাইভ)

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে। লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শুরু হয় ‘হার ম্যাজেস্টি কুইন এলিজাবেথ সেকেন্ড’ কে বিদায় জানানোর অনুষ্ঠান।

এতে অংশ নিচ্ছেন দুই হাজারেরও বেশি মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে বলা হয়েছে, রানির কফিন লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছানোর পর শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়। এসময় রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা তাদের পেছনে ছিলেন। রানির ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে ঘণ্টাধ্বনি শুরু হয়েছে।

রানি ৯৬ বছর বয়সে মারা গেছেন। তাকে স্মরণ করতে যতক্ষণ আনুষ্ঠানিকতা চলবে, রানির জন্মের পর প্রতিটি বছরের জন্য প্রতি মিনিটে একবার করে এ ঘণ্টা বাজানো হবে।

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্টমিনস্টারের ডিন ডেভিড হোয়েল। ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি, ইয়র্কের আর্চবিশপ, ওয়েস্টমিনস্টারের কার্ডিনাল আর্চবিশপ, চার্চ অব স্কটল্যান্ডের সাধারণ পরিষদের মডারেটর ও ফ্রি চার্চেস মডারেটররা অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রার্থনা করবেন।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আসার পর রানির কফিন গান ক্যারিজ থেকে তুলে রাষ্ট্রীয় শেষকৃত্যের জন্য ভেতরে নিয়ে উঁচু বেদির সামনে একটি প্লাটফর্মের ওপর রাখা হবে।

নির্ধারিত সময় অনুসারে সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দিনের প্রথম শোকযাত্রা শুরু হয়। এটি শুরু করেন গ্যারিসন সার্জেন্ট মেজর অ্যান্ড্রু স্ট্রোক।

ইউরোপের প্রায় সবকটি রাজপরিবারের সদস্যরা রানিকে শেষ বিদায় জানাবেন। তাদের অনেকেই রানির রক্তের সম্পর্কের আত্মীয়। বেলজিয়ামের রাজা ফিলিপ, রানি মাথিল্ড এবং স্পেনের রাজা ফেলিপে, রানি লেতিতিয়াও রানিকে শেষ বিদায় জানাবেন।

স্থানীয় সময় বিকেল ৩টার পর শুরু হবে রানির শবযাত্রা। এতে লং ওয়াকে অংশ নেবেন হাজার-হাজার ব্রিটিশ নাগরিক। রানির কফিন নিয়ে যাওয়া হবে উওন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ'স চ্যাপেলে। সেখানে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জীবনসঙ্গী প্রিন্স ফিলিপের সঙ্গে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।  

পালন করা হবে আরও যেসব রীতি- শেষকৃত্য অনুষ্ঠান শুরু পর বেলা ১১টা ৫৫ মিনিটে বাজানো হবে শেষ পোস্ট বিউগল। পুরো দেশে এ সময় দুই মিনিট নীরবতা পালন করা হবে।

এ অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পর দুপুর ১২টায় বড় আকারের একটি মিছিল আসবে। এ সময় রানির কফিন নিয়ে যাওয়া হবে ওয়েলিংটন আর্চের। তারপর দুপুর ১টার দিকে রানির কফিন রাষ্ট্রীয় শবযানে স্থানান্তর করা হবে। এরপর প্রায় একই ধরনের যাত্রাপথে কফিন নিয়ে যাওয়া হবে উইন্ডসরে। এ সময় রাস্তার ধারে দু পাশে দাঁড়াতে পারবেন জনগণ।

দুপুর ৩টায় উইন্ডসর ক্যাসেল থেকে সেন্ট জর্জ চ্যাপেলের উদ্দেশ্যে দিনের তৃতীয় শোকযাত্রা শুরু হবে। বিকেল ৪টায় সেন্ট জর্জ চ্যাপেলে সমাহিত করার আগের আনুষ্ঠানিকতা শুরু হবে।

রাজপরিবারের সদস্যরা চ্যাপেলে ফিরে আসবেন সন্ধ্যা সাড়ে সাতটায়। সেখানে পারিবারিক দাফন ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে তার স্বামী প্রয়াত ডিউক অব এডিনবরার পাশে সমাহিত করা হবে।

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে লন্ডনে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকে দেশের অতিথি। অংশ নিয়েছেন জাপানের সম্রাট। এ ছাড়া বহু দাতব্য প্রতিষ্ঠানের সদস্যরাও শেষকৃত্যে উপস্থিত থাকছেন।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মৃত্যু হয় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। রানির শেষকৃত্যের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।