ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়ে বেশি খরচ হবে আবের অন্ত্যেষ্টিক্রিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়ে বেশি খরচ হবে আবের অন্ত্যেষ্টিক্রিয়ায়

আগামী সপ্তাহে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হবে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া। এতে ১৬৬ কোটি ইয়েন খরচ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।

যা রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের বেশি। আর এ নিয়ে জাপানজুড়ে তৈরি হয়েছে বিতর্ক।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ হয়েছে ১৩০ কোটি ইয়েন।

এর আগে জাপান সরকার টোকিও অলিম্পিকে ১৩০ কোটি ডলার ব্যয় করে। এটি আনুমানিক বাজেটের প্রায় দ্বিগুণ ছিল। তখনও এ নিয়ে বিতর্ক তৈরি হয়।  

প্রতিবেদনে আরও বলা হয়, ইভেন্ট কোম্পানি মুরায়ামা আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান আয়োজন করবে।  

গত জুলাইতে আবেকে গুলি করে হত্যা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জাপান সরকার আবের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য খরচ ধরেছে ২৫ কোটি ইয়েন। জাপানের মন্ত্রী পরিষদ সচিব হিরোকাজু মাতসুনো জানিয়েছেন, নিরাপত্তার জন্য খরচ হবে ৮০ কোটি ইয়েন ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণের জন্য খরচ হবে ৬০ কোটি ইয়েন।   

তিনি আরও জানান, আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বেড়ে ১৭০টি ইয়েনও হতে পারে।  

সম্প্রতি আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিরোধিতা করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার অফিসের কাছে এক ব্যক্তি নিজ গায়ে আগুন দেন।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।