ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে শিশুদের নিয়ে জাতীয় পতাকা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
নড়াইলে শিশুদের নিয়ে জাতীয় পতাকা উৎসব

নড়াইল: নড়াইল সদর উপজেলায় বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কোমলমতি শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় পতাকা উৎসব।
 
রোববার (১ জানুয়ারি) দুপুরে নড়াইল শহরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫শ কোমলমতি শিশুদের হাতে জাতীয় পতাকা তুলে দেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ অতিথিবৃন্দ।


 
এ সময় নতুন বইয়ের সঙ্গে একটি করে জাতীয় পতাকা হাতে পেয়ে শিশুদের আনন্দের যেন শেষ নেই।
 
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের উদ্যোগে এ আয়োজন করা হয়।
 

সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় শিশুদের উদ্দেশ্য মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখাসহ দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
 
এসময় উপস্থিত ছিলেন- নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফকরুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা এস এ বাকী, খান তবিবুর রহমান, সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম, নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহিদুর রহমান প্রমুখ।
 
বক্তারা, বীর মুক্তিযোদ্ধার সন্তান নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি কোমলমতি শিশুরা এই পতাকা উপহার পেয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
 
আলোচনা সভা শেষে উপস্থিত প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।