ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জেডআরএফ বিশেষজ্ঞ টিমের রংপুরে অ্যানথ্রাক্স সংক্রমণ এলাকা পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, অক্টোবর ৯, ২০২৫
জেডআরএফ বিশেষজ্ঞ টিমের রংপুরে অ্যানথ্রাক্স সংক্রমণ এলাকা পরিদর্শন

রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সুন্দরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) বিশেষজ্ঞ টিম।  

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন টিমের আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমানউল্লাহ ও সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকনের সার্বিক নির্দেশনায় এই টিম রংপুর এলাকার বিভিন্ন খামার ঘুরে দেখেন।

এ সময় রংপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) রংপুর বিভাগীয় মনিটর ড. বয়েজার রহমান, রংপুর মহানগর ড্যাবের সদস্য সচিব ও জেডআরএফ এর আজীবন সদস্য  ডা. শরীফুল ইসলাম নন্তুসহ জেডআরএফ রংপুর বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান সুদূর লন্ডনে থেকেও বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের খোঁজ-খবর নিয়ে জেডআরএফকে দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে কোনো দুর্যোগ আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।