ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইজতেমা মাঠে প্রাণ গেল মুসল্লির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, জানুয়ারি ৭, ২০২৩
ইজতেমা মাঠে প্রাণ গেল মুসল্লির

লালমনিরহাট: লালমনিরহাটের ইজতেমা মাঠে প্রাণ হারালেন খলিলুর রহমান (৭০) নামে এক মুসল্লি।

শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় ধরলা নদীর তীরে জেলা ইজতেমা মাঠে তার মৃত্যু হয়।

মৃত খলিলুর রহমান লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সিরামধুরাম গ্রামের বাসিন্দা।

ইজতেমা আয়োজক কমিটির সাইফুল ইসলাম জানান, জেলা ইজতেমা মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই ইজতেমার আখেরি মোনাজাতেও অংশ নেন খলিলুর রহমান। সেখানেই আসরের নামাজ আদায় করে বুকের ব্যথায় কাতর হয়ে পড়লে ইজতেমা মাঠে দায়িত্বরত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল এসে তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।