রাজধানীর মালিবাগের একটি শপিংমলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। রাতের নীরবতা ভেঙে মুখ ঢাকা তিনজন চুপিসারে ঢুকেছিল শপিংমলের ভেতর।
বুধবার (৮ অক্টোবর) রাতে এই চাঞ্চল্যকর এ চুরির ঘটনা ঘটে। জুয়েলার্সের মালিক পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।
সিসি ক্যামেরায় দেখা যায়, রাত ৩টা ৭ মিনিটে দুইজন বোরকা পরে করিডোরে প্রবেশ করে। হাতে ছিল তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম, পায়ে জুতা ছিল না। তারা প্রথমে দোকানের সামনে থেমে এদিক-ওদিক তাকায়, তারপর আলো-অন্ধকারে কম জায়গায় গিয়ে কলাপসিবল গেটের তালা ভাঙার কাজ শুরু করে। এর মধ্যে একজন সিসি ক্যামেরা নষ্ট করার চেষ্টাও করে।
পুলিশের প্রাথমিক ধারণা, শপিংমলের পেছনের তৃতীয় তলার বাথরুমের জানালার গ্রিল কেটে তারা ভেতরে ঢোকে। পরে দ্বিতীয় তলায় নেমে শম্পা জুয়েলার্সের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। শোকেসে রাখা স্বর্ণালংকারগুলো নিয়ে পালিয়ে যায় তারা।
জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে নিরাপত্তাকর্মীর ফোনে এসে দেখি, দোকানের সব তালা ভাঙা, শোকেস খালি। আমার ৪০০ ভরি নিজস্ব সোনা, ১০০ ভরি বন্ধকি সোনা আর ৪০ হাজার টাকা ক্যাশ সবই চুরি গেছে।
তিনি আরও জানান, বাজারে প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার বেশি। সে হিসেবে শুধু তার নিজের সোনার ক্ষতি প্রায় ৮ কোটি টাকারও বেশি। ঘটনাটিতে মার্কেটের নিরাপত্তাকর্মীদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, মার্কেট বন্ধ হওয়ার পর রাতেই চোরেরা পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে জুয়েলার্সের গেট ভেঙে সোনা চুরি করে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, শপিংমলের পেছনের তৃতীয় তলার জানালার গ্রিল কাটে। ধারণা করা হচ্ছে, ওখান দিয়েই চোর শপিংমলের ভেতরে ঢোকে। পরে তারা দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্সের ফটক ভাঙে। দোকানের ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় তারা। শপিংমলের সব সিসি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।
এমএমআই/এএটি