ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কালুখালীতে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, জানুয়ারি ২০, ২০২৩
কালুখালীতে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় তার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে ইকরামের বাড়িতে শিশুরা খেলা করছিল। তারা খেলতে খেলতে একটি খড়ির ঘরে প্রবেশ করে। ওই ঘরের অন্যপাশে একটি গ্যাসের চুলা ছিল। এ সময় কীভাবে যেন আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ৭-৮ ও ২-৩ বছরের দুই শিশু গুরুতর আহত হয়। আগুন লাগার পর ভয়ে তারা দরজা আটকে ঘরের ভেতরে দাঁড়িয়েছিল। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একজনের ও ঢাকার একটি হাসপাতালে আরেক শিশুর মৃত্যু হয়।

শরিফুল ইসলাম জানান, আগুনে ইকরাম ও তার প্রতিবেশী বাবুর ছেলের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।