ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, ফেব্রুয়ারি ২, ২০২৩
ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন উল্লেখ করে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মামুন গোপালগঞ্জের কাশিয়ানী থানায় ২০১৬ সালে একটি ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি। ২০১৬ সালে একবার গ্রেফতার হয়ে ১১ মাস জেলে ছিলেন মামুন।

বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে আদালত মামুনের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে মামুন দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।