ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০০ কেজি চোরাই তামার তার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০০ কেজি চোরাই তামার তার উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ২০০  কেজি তামার তার ও একটি তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে জেটি গেটের পার্শ্ববর্তী এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে এসব তার উদ্ধার করা হয়।

এ সময় কাউকে আটক করতে পারেনি আনসার সদস্যরা।

৩ আনছার ব্যাটালিয়ন রুপসার অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০০  কেজি তামার তার ও একটি তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ছিল ৩ লাখ টাকা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ নিয়ে গেল এক বছরে প্রায় ৬১ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার এবং ৪১ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।